|
Date: 2024-11-29 13:02:33 |
ছবি- দক্ষিণধুরুং ইউনিয়নে স্মার্ট আইডি কার্ড বিতরণ।
মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড আইডি কার্ড নিতে ব্যাপক সাড়া পড়েছে ভোটারদের মাঝে। গতকাল(২৮ নভেম্বর ২০২৪) পর্যন্ত উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।উপজেলার ৬ ইনিয়নে কার্ড বিতরণে বিভিন্ন প্রচারণায় সরব থাকায় চাকুরিজীবিসহ বিভিন্ন পেশার মানুষ নির্ধারিত তারিখে উপস্থিত হচ্ছেন দূরদুরান্ত কর্মস্থল থেকেও।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছে তাদেরকে স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। গত ২৪ নভেম্বর উত্তর ধুরুং ইউনিয়ন থেকে শুরু হয়েছে কার্ড বিতরণ। এ ইউনিয়নে ১৫ হাজার ৫৮৪ জনের মধ্যে ১০ হাজার ৮৮৯ জনকে কার্ড বিতরণ করা হয়েছে।
দক্ষিণ ধুরুং ইউনিয়নে ১০ হাজার ২৫৩ জনের মধ্যে বিতরণ হয়েছে দু'দিনে বিতরণ করা হয়েছে ৭ হাজার ৩৩০ জনকে। সরজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে বিকাল প্রায় ৫টা পর্যন্ত কার্ড বিতরণ করা হয়েছে।উপস্থিতি ব্যাপক হওয়ায় মহিলাদের সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং পুরুষদের মাঝে দেড়টা থেকে দেয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে টেকনিক্যাল দায়িত্বে থাকা জেলা নির্বাচন কার্যালয়ের সহকারি মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, স্মার্টকার্ড বিতরণে টিমে ২১ জন এক্সপার্ট কাজ করছেন। দুই ইউনিয়নে উপস্থিত ব্যক্তিদের মাঝে কার্ড বিতরণ শেষে হয়েছে। বেশ আগ্রহসহকারে ভোটারগণের উপস্থিতি দেখা গেছে।
এদিকে,৩নং লেমশীখালী ইউনিয়নে ২৯,৩০ নভেম্বর দুই দিনে ১১ হাজার ৬৯ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৪নং কৈয়ারবিল ইউনিয়নে ১,২ ডিসেম্বর দুই দিনে ৮হাজার ৬১ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৫নং বড়ঘোপ ইউনিয়নে ৩,৪,৫,৬ ডিসেম্বর চার দিনে ১৭হাজার ৯২৬ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৬নং আলী আকবর ডেইল ইউনিয়নে ৭,৮,৯ ডিসেম্বর তিন দিনে ১৪হাজার ১৬০ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
উল্লেখ্য,২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তারা স্মার্ট কার্ড পাবেন। মাঠ পর্যায়ে সময়সূচী অনুযায়ী যারা স্মার্ট কার্ড নিতে পারবেন না তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে নিতে পারবেন। যার স্মার্ট কার্ড তাকেই স্বশরীরে উপস্থিত হয়ে ফিঙ্গার, চোখের আইরিশ ও স্বাক্ষর প্রদানের মাধ্যমেই নিজ নিজ কার্ড নিতে পারবেন। এছাড়া স্মার্ট কার্ড গ্রহণের সময় সাথে করে পূর্বের প্লাস্টিক কার্ড (জাতীয় পরিচয়পত্র) বা ভোটার নিবন্ধনের স্লিপটি সাথে করে নিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাচন অফিসার মো: নুরুল ইসলাম বলেন, স্মার্টকার্ড গ্রহণে ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। দুই ইউনিয়নে কার্ড বিতরণে প্রায় ৭০ ভাগ বিতরণ সম্পন্ন হয়েছে। বাকীরা নির্বাচন অফিসে যে কোন সময় হাজির হয়ে নিতে পারবেন।আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট ইউনিয়ন পরিষদে বিতরণ কাজ চলবে। উপজেলায় ৭৭ হাজার ৬২ জনের স্মার্টকার্ড প্রস্তুত রয়েছে।
© Deshchitro 2024