|
Date: 2024-11-29 14:46:22 |
সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতরাত সাড়ে ৮টার দিকে তিন ট্রাক বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী মাছে পুশ করে বাজারজাত করনের দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার রাত সড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ওই মাছের ট্রাক জব্দ করা হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত রাত ১১টায় দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারাদণ্ড প্রাপ্ত আরিফুল ইসলাম (২২) সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে।
বিজিবি অধিনায়কের দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কতিপয় অসাধু ব্যবসায়ী বাগদা ও গলদা চিংড়ি মাছে ওজন বাড়াতে এক প্রকার জেলী পুশ করে বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ফেনী, চট্টগ্রাম ও সিলেট গমন করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও নায়েব সুবেদার মোঃ শামীম আলম নেতৃত্বে একটি দল রাতে ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে তিন ট্রাক গলদা, বাগদা চিংড়ি ও দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ জব্দ করেন।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
© Deshchitro 2024