রংপুরের পীরগাছায় সুখানপুকুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে যুব ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সুখানপুকুর হেলিপ্যাড মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি রহিম উদ্দিন ভরসা কলেজের প্রভাষক আহম্মদ হোসেন।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সহসভাপতি পীরগাছা মহিলা কলেজের প্রভাষক শেখ ফরিদ, সাধারণ সম্পাদক ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পীরগাছা বহুভাষী সাঁটলিপি কলেজের প্রভাষক আনিছুর রহমান বাবু, সমাজসেবক মোস্তাক আহমেদ, যুব উজ্জীবন ক্রীড়া ও সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল কাদের প্রমুখ।

প্রথম সেমিফাইনাল খেলায় ইউনিক স্পোর্টিং ক্লাব ও নাহী এসএস গ্যালাক্সি স্পোর্টি ক্লাব অংশগ্রহণ করেন। এতে রেফারির দায়িত্ব পালন করেন বাদশা আলম ও সাজ্জাদ হোসেন রয়েল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024