লাখাইয়ের সাংবাদিক পুত্র তাশরীফ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। লাখাইয়ের ৬নং বুল্লা ইউ পির ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক ও কবি এম ইয়াকুব হাসান অন্তরও রুবাইয়া হাসান রত্না এর প্রথম পুত্র এম ইয়াসির হাসান তাশরীফ হবিগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ সৈয়দ সিপাহ সালার নাসির উদ্দিন একাডেমী থেকে বাংলাদেশ কিন্ডার কৃর্তক আয়োজিত ২০২৪ সালের মেধা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে সৈয়দ সিপাহ সালার নাসিরুদ্দিন একাডেমীর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এম ইয়াসির হাসান তাশরীফ বলে, আমার এ কৃতিত্ব জন্য আমার প্রাণপ্রিয় ছোট চাচা সাকির হাসান ও সকল শিক্ষকদের প্রতি চির কৃতজ্ঞ। আমি সকলের নিকট দোয়া প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাকে আলোকিত মানুষ করে বাবা মা এবং সকল চাচাদের সুনাম বয়ে আনতে পারি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024