
সারাদেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ শুরু করছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের এই সিজনেও ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। সিজন-২১ এ ক্রেতাদের জন্য ‘ডাবল মিলিয়ন’ অফার ঘোষণা করেছে ওয়ালটন। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা।
আজ সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আপন এন্টারপ্রাইজ, আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।
অনুষ্ঠানে উদ্বোধন করেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আরএসএম মেহেদী হাসান
এবং আপন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ ছানোয়ার হোসেনসহ ওয়ালটনের অন্যান্য কর্মকর্তা ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর স্থানীয় প্রচার-প্রচারণার অংশ হিসেবে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর আপন এন্টারপ্রাইজ কর্তৃক টি শার্ট,ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড বৃক্ষরোপণ, কৃষকদের মাঝে খাবার বিতরণ ,ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি ,মাইকিং, লিফলেট বিতরণ সহ প্রায় পাঁচ শতাধিক লোকবল নিয়ে এক বর্ণাঢ্য র্যালী এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডি এবং হাঁস খেলার আয়োজন করা হয়।
উক্ত র্যালীটি আপন এন্টারপ্রাইজ এর শোরুম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে শেষ হয়। ব্যান্ড পার্টির তালে তালে উক্ত র্যালীতে উৎসুক জনতা আনন্দচিত্তে অংশগ্রহণ করে।
র্যালীর শেষে মনোমুগ্ধকর হাঁস খেলা এবং হাডুডু খেলা অনুষ্ঠিত হয় সমস্ত মাঠ উই লাভ ওয়ালটন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উক্ত ডিজিটাল ক্যাম্পেইন প্রোগ্রামে সামাজিক দায়বদ্ধতা থেকে আক্কেলপুর শহর এবং একটি খাল পরিষ্কার পরিচ্ছন্ন করে এতিম শিশুদের শীত বস্ত্র বিতরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।