|
Date: 2024-12-01 08:51:09 |
মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে এসে মা-বাবার কবর জেয়ারত করলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ.এম. এম নাসির উদ্দীন।
তিনি গতকাল শনিবার (৩০ নভেম্বর২০২৪) দুপুরে বড়ঘোপ স্টীমার ঘাট দিয়ে কুতুবদিয়া পৌচে নিজ গ্রামে বড়ঘোপ মগডেইল মৌলভী বাড়ির প্রয়াত বাবা, মা,দাদা,দাদীর কবর জেয়ারত করেন।
পরে নিজেদের প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ, হাফেজ জালাল উদ্দীন হেফজখানা পরিদর্শন করেন। এসময় প্রধান নির্বাচন কমিশনারের সাথে তার বড় ছেলে লে: কর্নেল কামরান কবীর উদ্দীন, কুতুবদিয়া উপজেলা নির্বাহি অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারি কমিশনার(ভূমি) সাদাত হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আরমান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম, উপজেলা নির্বাচন অফিসার মো: নুরুল ইসলাম, বড়ঘোপ ইউপির সাবেক চেয়ারম্যান (সিইসি'র ছোট ভাই) আ.ন.ম শহীদ উদ্দীন ছোটনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র প্রতিনিধি, স্থানীয় মুরুব্বি,গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে,প্রধান নির্বাচন কমিশনার নিযোক্ত হওয়ার পর নিজ এলাকায় আগমণে বড়সড় কোন আয়োজন না হলেও তাকে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল যেন জনসমুদ্রে পরিণত হয়। একইদিনে দুপুর ২টার দিকে ঢাকার উদ্দ্যেশ্য কুতুবদিয়া ত্যাগ করেন তিনি।
© Deshchitro 2024