|
Date: 2024-12-01 12:30:30 |
কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে নৌকা উল্টে নিখোঁজ হওয়া জেলের মরদেহ সৈকতে ভেসে আসার পর উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম জানান।
মারা যাওয়া জেলে হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে।
নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, শনিবার সকালে তার টানা জালের একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায় দুই জেলে। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে হেলাল উদ্দিন নিখোঁজ হয়।
সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মন্নান বলেন, “নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছি সারা রাত। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।
রবিবার ভোর ৬টার দিকে পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে ভেসে আসে নিখোঁজ জেলের লাশ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ”
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহরুল ইসলাম বলেন, মৃত জেলের পরিবার ও স্বজনদের কারও কোনো ধরণের অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024