|
Date: 2024-12-01 14:06:24 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের একটি অভিযানিক দল উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজার ও ফাকরাবাদ বাজারে ৩০ নভেম্বর শনিবার অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলিযোগে পাচারকালে ১টি ট্রলি আটক করা হয় এবং বাজারের আশপাশে বিভিন্ন স্থানে স্তূপকৃত কয়েকশো ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযান পরিচালনায় ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। জানা যায়, দীর্ঘদিন যাবৎ এক শ্রেণির বালু খেকোরা ঝিনাইগাতী উপজেলার মহারশি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে ও নদী গর্ভে অনেক জমি বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024