|
Date: 2024-12-01 17:56:49 |
আশাশুনির কুল্যার মোড়ে মামলাবাজ, দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় উপজেলার কুল্যার মোড়ে সাতক্ষীরা-চাপড়া মেইন সড়কে কর্মসূচি পালন করা হয়।
কুল্যা গ্রামবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মেহেদী হাসান, ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, এসআই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ও বাংলাদেশ পুলিশের এসআই পদে মেহেরপুর জেলায় কর্মরত আছেন। তিনি আ'লীগের নেতা কর্মীদের নির্দেশনা বাস্তবায়নে অতি উৎসায়ী। আ'লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কুল্যা গ্রামের অসহায় নিরীহ মানুষদেরকে পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন। জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের নামে মাদক, ছিনতাই, নাশকতা মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন এই এসআই প্রহ্লদ রায়। আ'লীগের দোসর প্রহ্লাদ ঘুষ বাণিজ্যের মাধ্যমে কালো টাকা উপার্জন করে শহরে ও বিভিন্ন এলাকায় জমি ক্রয় সহ বহু সম্পদের অধিকারী হয়েছেন। গরীব ঘরের সন্তান হয়েও অল্পদিনে এখন সম্পদের পাহাড় গড়েছেন। তার সহায়তায় তৎকালীন ওসি এলাকার মানুষকে জিম্মী করে হয়রানী, নির্যাতন ও মোটা অংকের টাকা হাতিয়েছেন। বিনা অপরাধে কারাভোগকারী ভুক্তভোগিরা সহ এলাকার মানুষ তদন্তপূর্বক তাকে আইনের আওতায় এনে বিভাগীয় মামলা সহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #
© Deshchitro 2024