সাতক্ষীরার দেবহাটায় ১শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) সকালে দেবহাটার দরগাবাড়ি এলাকা থেকে তাদের  আটক করা হয়। আটককৃতরা হলেন, দেবহাটায় সামাদ গাজীর ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও ধোপাডাঙ্গা আলম বারী গাজীর ছেলে মো. আল আমিন (২৫)।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলি জানান, মাদক পাচারের খবর পেয়ে দেবহাটার দরগাবাড়ি জামে মসজিদের পাশে থানা পুলিশের একটি বিশেষ অভিযান চালায়। এসময়  রাস্তার উপর থেকে ১শ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করে।

 আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং-০১।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024