শ্যামনগর হায়বাতপুর সরকারি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির বিদায় সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৩ নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে রোববার দুপুরে নিজস্ব হল রুমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক রেহেনা খাতুন, মাহবুবা খানম, বিবেকানন্দ মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আমিনুর রহমান।

আলোচনাসভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।
জানা যায় বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী ৫ম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণিতে উর্ত্তীণ হয়েছে।

ছবি- শ্যামনগরে হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024