সাতক্ষীরা জেলার কালিগঞ্জে উদ্বোধন হলো আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৮১তম উপশাখা। রোববার (১লা ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ থানা রোডে এ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফেরদৌস হাসান।


আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির এফএভিপি ও নলতা মোবারকনগর শাখার ব্যবস্থাপক শহিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ। 


খুলনা জোনাল অফিসের এসপিও মোঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় ও কালিগঞ্জ উপশাখার ইনচার্জ আহসান হাবিব এর সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024