সাতক্ষীরা তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএম আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

রবিবার (১লা ডিসেম্বার) দুপুর আনুমানিক সাড়ে তিনটার সময় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যান এম.এম আবুল কালাম আজাদ তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের মৃত সৈয়দ আলী মোড়লের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার এসআই আহাদুজ্জামান জানান, গত ২৭ নভেম্বর আব্দুল আলিম নামে এক বিএনপি কর্মীর করা মামলায় চেয়ারম্যান কালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেঠুয়া গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে করা এ মামলায় অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। মামলা নং- ০৯/২৪,তারিখ ২৭-১১-২৪।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024