|
Date: 2024-12-01 23:04:14 |
সাতক্ষীরা সদরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ১১ বছরের শিশুকে যৌন উত্তেজক ছবি দেখিয়ে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়ায় এক ব্যক্তির নামে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
১লা ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্য রিমি ও সুদিপ্ত, ব্রেকিং দ্য সাইলেন্স এর হুমাইরা জামান, সাজেদা পারভীন ও মনির হাসান, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর আজহারুল ইসলাম, ওন-স্টপ ক্রাইসিস সেল-ওসিসি পিও আব্দুল হাই সিদ্দিক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান ভিকটিমের বাড়ি ও আবাসনে ১০ শিশুর মাঝে শিক্ষা উপকরণ, সরকারি বিভিন্ন সহায়তার লিফলেট, গাছের চারা বিতরণ করেন।
একই সাথে ঐ শিশুর মানসিক স্বাস্থ্য সহায়তা সংক্রান্ত বিষয়ে পরামর্শ মূলক এক সভা করা হয়েছে। এছাড়া শালাখা ডাংগা আবাসনের ৩১টি ঘরের নারীদেরকে আইন, পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এসময় শিশুর যৌন নির্যাতন বিষয়ে সাতক্ষীরা সদর ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
© Deshchitro 2024