মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য প্রচারই সঠিক প্রতিবাদ—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম। তিনি বলেন, "গুজব প্রতিরোধে আমাদের সত্য প্রচার করতে হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে।

সোমবার (২ ডিসেম্বর) মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ও সামাজিক ইস্যুতে ছড়ানো গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে এই সভার আয়োজন করা হয়।  

সভায় জেলার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর মনিটরিং সিস্টেম চালুর পরামর্শ দেন এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।  

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, "আমরা সবাই এই দেশের নাগরিক। হিন্দু-মুসলিম বা সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে বিভেদ সৃষ্টি না করে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"  

তিনি আরও বলেন, "মিথ্যা তথ্য ছড়ানো একটি দেশবিরোধী ষড়যন্ত্র। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মোহসিন, মো. আজমল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান এবং জেলা বিএনপি, হেফাজতে ইসলাম, পূজা উদযাপন পরিষদ, খেলাফতে মজলিসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ গুজব রোধে তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।  

পুলিশ সুপার তার বক্তব্যে উল্লেখ করেন, "মিথ্যা গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের মাধ্যমে কেউ যেন সামাজিক শৃঙ্খলা নষ্ট করতে না পারে, সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও তৎপর হতে হবে।"

সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ধর্মীয় ও সামাজিক ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।  

এ সভার মাধ্যমে জেলার বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ একযোগে গুজব প্রতিরোধে কাজ করার প্রতিশ্রুতি দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024