সুনামগঞ্জ আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচী।।
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক 
সচিবালয় স্থাপন এবং আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা- কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করাসহ বিভিন্ন দাবিতে মাঠে নেমেছেন আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকালে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে দাবিসমূহ তুলে ধারে অবস্থান কর্মসূচী পালন করেছেন তারা। সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান এঁর সভাপতিত্বে  বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এনাম আহম্মদ এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।।

এসময় বক্তারা বলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের নিয়োগ, বিদ্যমান পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করারও দাবি জানিয়েছেন। চলতি মাসের মধ্যে তাদের দাবিসমূহ বাস্তবায়ন না হলে আগামী জানুয়ারি মাসে তারা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

পরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশন সুনামগঞ্জ শাখার উদ্যোগে আদালত প্রাঙ্গনে এসব দাবী সম্বলিত ব্যানার টানানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024