শীতের চাদরে ঢাকা মাঠ-প্রান্তর, শীতের হিমেল বাতাসে জমে থাকা প্রতিটি মুহূর্ত যেন প্রকৃতিকে উপহার দিয়েছে এক ভিন্ন সৌন্দর্য। শীতের এই সময় কেবল ঠান্ডার অনুভূতি নয়, বরং জীবনের ছন্দময়তারও প্রতিচ্ছবি।

আজ ৫ ডিসেম্বর ২০২৪, বাংলা তারিখ ২০ অগ্রহায়ণ ১৪৩১। নাগেশ্বরীর আকাশজুড়ে সাদা কুয়াশার আবরণ। তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। চারপাশে মেঘলা আকাশের নিচে জমে থাকা শীতের প্রকৃতি যেন এক অন্য রকম অনুভূতি ছড়িয়ে দিচ্ছে।

শীতকাল নাগেশ্বরীর জন্য এক উৎসবমুখর সময়। মাঠে চলছে ধান মাড়াইয়ের ধুম। কৃষকরা তাঁদের সোনালি ফসল ঘরে তুলতে দিন-রাত পরিশ্রম করছেন। পাশাপাশি শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহ। মাটির হাঁড়িতে পড়া টুপটাপ রস থেকে তৈরি হচ্ছে মিষ্টি গুড়, যা ঘরে ঘরে শীতের আবহকে আরও মধুর করে তুলছে।

নাগেশ্বরীর হাট-বাজারে এখন শীতের সবজির সমারোহ। টমেটো, ফুলকপি, শিমের ঝুড়ি হাতে বিক্রেতারা ব্যস্ত ক্রেতাদের মন ভরাতে। শীতবস্ত্র কেনার ভিড় দিন দিন বাড়ছে। চায়ের দোকানগুলোয় চলছে প্রাণবন্ত আড্ডা। গরম ভাপা পিঠা আর চিতই পিঠার সঙ্গে খেজুর গুড় যেন শীতের স্বাদকে আরও বাড়িয়ে তুলছে।

শিশুরা মোটা সোয়েটার পরে ছুটোছুটিতে ব্যস্ত, আর বয়স্কদের আড্ডা জমে উঠেছে আগুন পোহানোর চারপাশে।

তবে এই সৌন্দর্যের মাঝে শীত সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়ে আসে সংগ্রামের গল্প। উষ্ণ কাপড়ের অভাবে তাদের প্রতিদিনের জীবন হয়ে ওঠে কঠিন। তাই এই সময় আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো।

শীতের প্রকৃতির শান্ত স্নিগ্ধতা আর মানুষের জীবনের গতিময়তার মিশেলে নাগেশ্বরী যেন হয়ে উঠেছে এক জাদুকরী দৃশ্যপট।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024