|
Date: 2022-11-25 10:32:31 |
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে বীর মুক্তিযোদ্ধার কণ্ঠে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ২৪ নভেম্বর বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এ.আর.পি উচ্চ বিদ্যালয়ে এ প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের গল্প বিষয়ের উপর বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, পাইকুড়া এ.আর.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনসহ অন্যান্যরা। এসময় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিল।
© Deshchitro 2024