পরিসংখ্যান বলছে, গত দেড় দশকে এ জেলায় আত্মহত্যা করেছে ৫ হাজারের অধিক ব্যক্তি। এ সময়ে আত্মহত্যার চেষ্টা করেছে অন্তত অর্ধলাখ মানুষ। এবার ঝিনাইদহের আত্মহনন প্রতিরোধে কাজ শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের ওয়াজির আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। দেশের সবচেয়ে বেশি আত্মহননপ্রবণ জেলা ঝিনাইদহ। প্রায়ই গণমাধ্যমে দেখা যায় এ জেলার মানুষের আত্মহননের খবর। তুচ্ছ ঘটনা নিয়ে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়সীরা নিজেদের নিমেষেই শেষ করে দেয়। এ থেকে পরিত্রাণ ঘটেনি জেলাবাসীর। বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেয়া রানী প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমশিনার (ভূমি) সজল কুমার দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি অরিত্র কুণ্ডু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন,দৈনিক দেশচিত্র জেলা  প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, সমাজকর্মী গাউস গোর্কি, জাহান লিমন, বসুন্ধরা শুভসংঘ জেলা কমটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, রেক্সোনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক শান্তা ইসলাম, রাফিকা ইসলাম শেফা, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাফায়েত হুসাইন, দপ্তর সম্পাদক সাগর ভৌমিক, কার্যকরী সদস্য মো. হাবিবুর রহমান সৌরভ, রিয়াজ হোসেন, রাসেল হোসেন, মোস্তাকিম হোসেন জীম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার সজল কুমার দাস বলেন, ‘আত্মহত্যার অন্যতম কারণ বিষণ্নতা। বিষণ্নতাকে দূর করতে শিক্ষার্থীদের মানসিক সাহস জোগাতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও খেলাধুলাসহ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। ’ তিনি আরো বলেন, ‘সম্প্রতি দেখা গেছে বাল্যবিয়ের কারণেও অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে। পরে আত্মহত্যার পথ বেছে নেয়। এ জন্য সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে আত্মহত্যা প্রতিরোধে প্রচারণা চালাতে হবে। বসুন্ধরা শুভসংঘের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে দেশে বসুন্ধরা শুভসংঘ অনেক মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে। আমি জানতে পেরেছি তাদের এ কর্মকাণ্ড দেশের সব অঞ্চলে অব্যাহত আছে। আমি বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানাই। ’ অনুষ্ঠানে ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024