বানিয়াচং থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িদের গ্রেফতার করেছে পুলিশ।  


বৃহস্পতিবার (২৪নভেম্বর) রাত ১টার দিকে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই রাকিব,এসআই শামছুল আরেফীন,এএসআই আব্দুল খালেকের সহায়তায় উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার মোকাম হাটিতে অভিযান চালিয়ে মৃত ছিফত উল্লাহর পুত্র রেনু মিয়া,ফুল মিয়ার পুত্র রাহিদুল মিয়া,কদ্দুছ মিয়ার পুত্র মজিবুর মিয়া,আব্দাল মিয়ার পুত্র সুহেল মিয়া,ভুট্টু রবিদাসের পুত্র গোপাল রবিদাস,ও মৃত চান মিয়ার পুত্র জিসান আহমেদ মুসনকে আটক করেন।



এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৫হাজার ৬শ ৪০টাকা উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিদের আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,জুয়াড়িদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024