অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন"—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীর তানোরেও অর্থনৈতিক শুমারি ২০২৪-এর গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কামারগাঁ ইউনিয়ন পরিষদ হল রুমে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল। তিনি বলেন, “দেশের উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান অপরিহার্য। তাই গণনাকারীরা যেন তথ্য সংগ্রহে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।”

তানোর উপজেলা পরিসংখ্যান অফিসের উপসহকারী কর্মকর্তা মইনুল ইসলামের নেতৃত্বে প্রশিক্ষণ পরিচালিত হয়। এছাড়া সহযোগিতা করেন আইটি সুপারভাইজার সুমন আলী ও উপসহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন। এবারের শুমারির জন্য উপজেলার দুটি ইউনিয়ন থেকে ৬ জন সুপারভাইজার এবং ৪৫ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত হয়েছেন। তারা ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করবেন।

স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে আয়োজকেরা জানান, সঠিক ও নির্ভুল তথ্য দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024