|
Date: 2024-12-06 07:56:06 |
◾ইমন হাওলাদার : স্কাউট একটি স্বেচ্ছাসেবি সংগঠন। যেখানে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা সামাজিক কাজে আত্মনিয়োগ করেন। সমাজের জন্য মঙ্গলকর এমন সকল কাজেই অন্তর্ভুক্ত কাব স্কাউট, স্কাউট ও রোভারে। এসকল সংগঠন সত্যি প্রশংসার দাবিদার। এই সকল সংগঠন তরুন প্রজন্মকে দেশ নিয়ে ভাবতে শেখায়। তেমনি অনলাইনে সময় অপচয়, নিজের স্বাস্থ্যের ক্ষতি থেকে বিরত রাখে।
এতে তরুণ-তরুণীরা মনস্তাত্ত্বিক বিকাশ সাধিত হয়। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। বর্তমান সময়ে শিশুদের সঠিক পথে পরিচালিত করতে এই ধরনের সামাজিক সংগঠনে যুক্ত করার বিকল্প নেই।যেখানে শিশু-কিশোরদের বাস্তব মুখি শিক্ষা প্রদান করানো হয়। বাস্তবতায় এগিয়ে থাকবে অন্য শিশুর থেকে কয়েকগুন। সামাজিক সংগঠন গুলো শুধু একক কাজ নিয়ে বসে থাকে না। তারা শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন।
নতুনত্বের সন্ধানে তাদের অগ্রযাত্রা। তারা বিভিন্ন সময় ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করে থাকে যাতে করে শিশু-কিশোরদের সু-স্বাস্থ্য বজায় থাকে। তারা খেলার ছলে, বিনোদনের মধ্যে দিয়ে অনেক কিছু শেখায়। তাই আমাদের সকলের উচিৎ সামাজিক সংগঠন গুলোতে যুক্ত হবার জন্য পারিবারিক ভাবে শিশুদের উৎসাহ প্রদান করা। অনেক পরিবারের বয়োজোষ্ঠ্যরা ভাবেন সামাজিক সংগঠনে যুক্ত হওয়া মানে সময় অপচয় করা। তাদের কাছে অর্থের হিসাবটা মূখ্য।যেখানে অর্থ নেই সেখানে শ্রম প্রদান করা বৃথা।
তাদের এই ধারনা থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই সুন্দর হবে সমাজ, এগিয়ে যাবে বাংলাদেশ। স্কাউটিং এর কাবিং শাখা অর্থাৎ প্রাথমিক পর্যায়ের সর্বোচ্চ পদক বা অর্জন হচ্ছে শাপলা কাব অ্যাওয়ার্ড। এটি একজন শিক্ষার্থীর জীবনের অনেক বড় অর্জন। এই অ্যাওয়ার্ড অর্জনের জন্য উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, ব্যবহারিক ও সাক্ষাতকারে উর্ত্তীণ হয়ে চূড়ান্ত পর্যায়ে মনোনীতদের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অ্যাওয়ার্ড দেশের মাননীয় প্রধানমন্ত্রী/ প্রধান উপদেষ্টা প্রদান করে থাকেন। সারা বাংলাদেশ থেকে ৬৭৬ জন উক্ত অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। তার মধ্যে একজন হলেন সাফিয়া। তিনি যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উক্ত অ্যাওয়ার্ড অর্জন করেছে।
শিক্ষক পিতা মো: মকলেছুর রহমান ও মাতা রাজিয়া সুলতানার অক্লান্ত পরিশ্রম, অনুপ্রেরণা আর শিক্ষকবর্গের সহায়তায় উক্ত অ্যাওয়ার্ড অর্জন করে সাফিয়া। উল্লেখ্য, ২০১২ সালে তার ভাই জুবায়ের বিন মকলেছ যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে সর্বপ্রথম শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। ভাইয়ের দিক নির্দেশনায় সাফিয়া উক্ত অ্যাওয়ার্ড অর্জন করায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে। পরিবারের সচেতনতা ও অনুপ্রেরনা পারে একটি শিশুকে সুন্দর ভবিষত্যের দিকে ধাবিত করতে। সামাজিক সংগঠনে যারাই যুক্ত হয়েছেন তারাই সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাদের অবস্থানও হয়েছে সমাজের উচ্চ মঞ্চে। এছাড়াও সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি নিজ যোগ্যতার জানান দিতে পারবেন। যার ফলে জীবন পরিচালনার জন্য যে কাজে অর্থ জড়িত এমন কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে। সংগঠন গুলো শুধু মানবিক হতে শেখায় না দক্ষ সংগঠক হতে শেখায়। নেতৃত্ব দিতে শেখায়, যার প্রভাব জীবনে পথ চলতে অনেক বেশী সাহায্য করে। তাই দেশ ও দশের জন্য কাজ করতে আসুন আজকেই যোগ দেই যেকোন সামাজিক সংগঠনে ও পরিবারের সদস্যদের উৎসাহিত করি।
© Deshchitro 2024