|
Date: 2024-12-06 13:34:59 |
এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার এর উদ্যোগে এবং ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক সহযোগিতায় টেকসই উন্নয়নের জন্য কংক্রিট শীর্ষক সেমিনার এবং গণিত অলিম্পিয়াড ও আর্টিকেল রাইটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টেকসই উন্নয়নের জন্য কংক্রিট শীর্ষক সেমিনার এবং গণিত অলিম্পিয়াড ও আর্টিকেল রাইটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ।
প্রধান আলোচক হিসেবে সেমিনার পরিচালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (গবেষণা উন্নয়ন বিভাগ) ড. সুশান্ত রায়।
এসময় ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও সহকারী অধ্যাপক মোঃ হাসান ইমাম, সহকারী অধ্যাপক আয়শা আক্তার,সহকারী অধ্যাপক সারাবান তাহুরা, সহকারী অধ্যাপক মাকসুদা হক, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক আবদুল ওয়াহাব সবুজ এবং প্রভাষক নাফিসা আনজুম রিমি উপস্থিত ছিলেন।
এসময় টেকসই উন্নয়নের জন্য কনক্রিট শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ড. সুশান্ত রায় বলেন, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের অপচয় কমানো সম্ভব। এতে শিল্প উৎপাদনের ফলে সৃষ্ট বর্জ্য নতুন করে ব্যবহার করা যায়, যা পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসময় অতিথিরা গণিত অলিম্পিয়াড ও আর্টিকেল রাইটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
© Deshchitro 2024