নান্দাইলে মেধাবী ৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ


ময়মনসিংহের নান্দাইলে ২য় সাময়িক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ নাজরানা  ও নূরানি বিভাগেের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


শনিবার (৭ ডিসেম্বর) সকালে বীরবেতাগৈর ইউনিয়নের খড়িয়া মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও মক্তবের ৩ মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।


বাইতুল আমান জামে মসজিদ ও মক্তবের  মোহতামিম হাফেজ মো.মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেন  মকতব পরিচালনা কমিটির সভাপতি  মাহফুজুর রহমান জীবন।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.সুমন মিয়া,কোষাধ্যক্ষ মো.শফিক,সদস্য মো.দুলাল মিয়া প্রমুখ। 


পরীক্ষায় ১ম স্থান অধিকারী সাদিয়া বলেন,আমি পুরস্কার পেয়ে খুব খুশী।২য় স্থান অধিকারী মাহিন মিয়া জানায় বই পেয়ে তার খুব আনন্দ লাগছে।


প্রধান অতিথি বলেন,২য় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ ৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসাবে বই বিতরণ করেছি।ছাত্রছাত্রীদের পড়াশোনাকে উৎসাহিত করতে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024