|
Date: 2024-12-07 15:05:30 |
শ্যামনগর উপজেলা বিএনপির সংবাদসম্মেলন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নিজস্ব কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন ৭ ডিসেম্বর সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় শ্যামনগর উপজেলা বিএনপিনেতা শহীদুজ্জামানের নেতৃত্বে গণচাঁদাবাজি,দখলবাজি ও অগ্নিসংযোগ অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।
তিনি বলেন ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকার পতনের পর থেকে শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি উপজেলায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। যারা ভিন্ন মতলম্বী তারা বিএনপির প্রগতিশীল কার্যক্রমে ইর্ষানিত হয়ে নেতিবাচত শব্দ চয়নের মাধ্যমে বিএনপিকে ধবংসের পায়তারা করছে।
তিনি আরও বলেন কাশিমাড়ী,আটুলিয়া, বুড়িগোয়ালিনী ইউপির বিএনপির সভাপতি নিরলস ভাবে কাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন উপজেলা বিএনপির মধ্যে কোনপ্রকার ভূল বোঝাবুঝি নাই। যারা বিপথে চলবে ক্ষেত্র বিশেষ বহিস্কার ,পর্যবেক্ষণ,সতর্ক করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড.আশেক ই এলাহী মুন্না, উপজেলা যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, প্রচার সম্পাদক আজিয়ার রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুস সবুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক, সদর বিএনপি নেতা আঃ হামিদ, বিএনপি নেতা সহিদুজ্জামান, আব্দুল মজিদ, আজিজুল হক, আনোয়ার হোসেন ঢালী, মফিজুর রহমান, হাফিজ আল আসাদ সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ছবি- শ্যামনগরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ।
© Deshchitro 2024