ওগো ওমর ভাই, দেখেছি তোমায় পথে করিতে ভিক্ষা


সুস্থ ও সবল, শরীর তোমার কোথায় পাইলে এ শিক্ষা


নেইকো আপনজন সব হারিয়েছি পথে ঘুরি তাই আমি


স্বজন হারিয়ে তাই বলে কি আজ ভন্ডামি করিবে তুমি?


পথে পথে ঘোরো,তুমি ভিক্ষা করো,ইহা কি পূণ্যের কাজ?


কর্ম না করিয়া,তুমি করছো ভিক্ষা,বলো নাই কি লজ্জা-লাজ?


হারাইয়াছো ঘর, হারাইয়াছো ভূমি, ভাই কষ্ট রেখোনা মনে


ভিক্ষা করিতেছো,শুনিলে এ কথা ছিছি করবে লোক জনে। 


তুমি কি জানোনা?শোননি বোধহয়,বলি নবিজির কথা

এই ভিক্ষার চেয়ে,ছোট কর্ম ভালো হোক না সে কাঠ কাটা


নবিজির শেখানো এই শিক্ষা গো ভাই ভুলো নাকো তুমি কভু

স্বয়ং আল্লাহ হইবে নারাজ যাকে মানছো তুমি প্রভু


মোদের সমাজে চোর কে তো সবাই,ভাই চোর বলিয়াই ডাকে

বলো ভিক্ষা করলে,তোমাকে কি কেউ,মহান বলিয়া থাকে? 


শোনো আজকে তবে,চলি ওমর ভাই,ভিক্ষা করিও না আর

ভাবিয়া দেখিও এই ভিক্ষা করিলে সম্মান যাইতেছে কার?

_____

লেখক: আহসান শাওন 

বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024