বগুড়ার সারিয়াকান্দিতে ধারালো বার্মিজ চাকু এবং ৩০ পিস ইয়াবা সহ দুই জনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।
সারিয়াকান্দি থানা সূত্রে জানা যায়,
২৫ নভেম্বর, ২০২২ (শুক্রবার) সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে নারচি ইউনিয়নের ফকিরপাড়া থেকে ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মেহেরুল ইসলামের ছেলে বাইজিদ হোসেন (২৮) কে ধারালো বার্মিজ চাকু এবং গাবতলী থানার নিজ কাকড়া গ্রামের  হাবিবুর রহমানের চেলে মাকসুদুল আলম (৩০) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন এসআই (নিঃ) গোলাম রসুল সঙ্গীয় ফোর্স।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে অস্ত্র আইনে ও মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে  সোপর্দ্দ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024