কুড়িগ্রামে বিভিন্ন ইটের ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে প্রশাসন। 

মঙ্গলবার (১০ডিসেম্বর) সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলায়  অবস্থিত ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 


এসময় জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই  ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে জরিমানা করা হয়। কুড়িগ্রাম সদরের নালিয়ার দোলায় অবস্থিত এসএসবি ব্রিকস নামক ইটভাটাকে পাঁচ লক্ষ টাকা, এমজেএইচ ব্রিকসকে তিন লক্ষ টাকা,জিএমবি ব্রিকস-১ কে দুই লক্ষ এবং জিএমবি ব্রিকস-২ কে দুই লক্ষ টাকা সর্বমোট বারো লক্ষ টাকা জরিমানা আদায় ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।


মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024