|
Date: 2024-12-10 20:37:55 |
নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ১০ ডিসেম্বর ৩.৩০ মিনিটে ৭৬ তম আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র ্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ড. মীর মাজহারুল ইসলাম আজহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সমন্বয়ক কেন্দ্রীয় কমিটি ও ঢাকা সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ঢালী মোঃ সুমন মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলী আশরাফ মোল্লা, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরুদ্ধি সোসাইটির যুগ্ন মহাসচিব মোঃ মনিরুল ইসলাম রিপন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার সহ-সভাপতি কবি নায়েব আলী, অর্থ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন জয়, যুগ্ম সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নওয়াব ভূঁইয়া, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ নাঈম খান, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সবুজ চন্দ্র দাস, কায়েতপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সাগর ও শতাধিক মানবাধিকার কর্মীরা।
© Deshchitro 2024