আমি মানুষ চিনেছি দুর্ভিক্ষে 


ওত পেতে থাকা শকুনের দল,

কর্মে দ্বৈত নীতি প্রয়োগে বিহ্বল,

করে আর যত সব নীতির বিয়োগ,

শুধু প্রতীক্ষায় পেতে একটি সুযোগ,

যাবে সব আইনের ঊর্ধ্বে!

আমি মানুষ চিনেছি দুর্ভিক্ষে!


আমি মানুষ চিনেছি দুর্ভিক্ষে!

যারা জনমানুষের কষ্টে পায় সুখ,

মৃত আর্তনাদে হাসে দানবীয় হাসি!

শোষন-পীড়নে ভরে তাদের বুক,

ক্ষমতার ঘোরে থাকে বারো মাসই।


আমি মানুষ চিনেছি দুর্ভিক্ষে!

যারা বিক্রি করে চেতনা, আদর্শ,

বলে, "আমিই সত্য, আমিই ন্যায়",

আধিপত্যে দেখায় প্রকৃত রূপ!

আর স্বীয় সৃষ্ট দুর্ভিক্ষের মুখে,

ছড়ায় মেকি, থাকে নিশ্চুপ।

••••••

» কবি পরিচিতি:

মো: ইয়াসির আরাফাত, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024