|
Date: 2024-12-11 13:14:58 |
ছবি-আহবায়ক: সৈয়দ আহমদ চৌধুরী| সদস্য সচিব: এম এ সালাম কুতুবী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে ৭সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর২০২৪) জেলা বিএনপি'র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এ কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে । তিনি আরোও জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কুতুবদিয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।
এতে, উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী কে আহ্বায়ক ও এম এ সালাম কুতুবীকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন, এটিএম নূরুল বশর চৌধুরী (সাবেক এমপি), মোবারক হোসাইন (সাবেক চেয়ারম্যান), জালাল আহমদ (সাবেক চেয়ারম্যান) আকতার হোসাইন চেয়ারম্যান ও আবু মুছা কুতুবী। এদিকে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে।
© Deshchitro 2024