জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার জেলা  প্রতিনিধি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিপ্লবী ছাত্রনেতা কুতুবদিয়ার  রিদুয়ানজ্জামান হেলালী।


সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) কক্সবাজার সদর উপজেলায় ১৩৬ সদস্য বিশিষ্ট “প্রতিনিধি কমিটি” ঘোষণা করেছে কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটি। জুলাই অভ্যুত্থান চলাকালীন শহীদ হওয়া ভাই ও বোনদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই কমিটি প্রতিনিধিরা সংকল্পবদ্ধ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


ঘোষিত কমিটির এক নম্বর সদস্য হিসেবে আছেন জুলাই অভ্যুত্থানে শহীদ আহসান হাবিবের মা হাসিনা বেগম। এছাড়া পুরো কমিটিতে আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা আছেন। যারা সামনের দিনে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজ করবেন।এদিকে এই কমিটি গঠনের মধ্যদিয়ে ১২দফা লক্ষ্য দিয়েছেন। যা নিয়ে তারা কাজ করবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024