স্পোর্টস ডেস্ক :


জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের বেদনা বুকে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। 


শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তামিম ইকবালের দল।


বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমিরেটসের ফ্লাইটে করে দেশে এসেছেন ক্রিকেটাররা।


এবারের জিম্বাবুয়ে সফর একরাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে হেরে যায় টাইগাররা।


৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে তামিমের দল। শেষ ম্যাচে অবশ্য ১০৫ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা। তবে সেটা ছিল কেবল সান্ত্বনার জয়।


দেশে ফেরার পর খুব বেশি বিশ্রামের ফুরসত মিলবে না টিম বাংলাদেশের। ক’দিন পরই শুরু হয়ে যাবে এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024