|
Date: 2022-11-26 11:20:00 |
“আমার ভাষা, আমার পরিচিতি” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর জেলার ঝিনাইগাতীতে নেতৃত্ব পরবর্তী প্রজন্ম দল (জিএনজি), বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখা ও হাজং যুব সংঘ ঝিনাইগাতীর আয়োজনে এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কোচ, হাজং আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার গজনী কালচারাল সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। জিএনজির দলনেতা শ্রী রনজিৎ হাজং এর সভাপতিত্বে ও এসআইএল ইন্টারন্যাশনাল শেরপুর আঞ্চলিক অফিসের এরিয়া ম্যানেজার সুজল সাংমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রজেক্ট লিডার মি. মার্কাস সরেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কোচ নেতা শিক্ষক শ্রী যুগল কিশোর কোচ। ওইসময় এসআইএল এর এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ কোচ এবং হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থী ও অভিভাবকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোচ, হাজং ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীরা নৃত্য ও গানের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নেন।
© Deshchitro 2024