|
Date: 2024-12-12 07:04:25 |
সাতক্ষীরার কলারোয়ায় অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ দুই মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে কলারোয়া উপজেলার গোয়ালচাতর এলাকায় অভিযান পরিচালনা করে হরিণা সরাকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে থেকে তাদের আটক করেন।
আটককৃত মাদককারবারীরা- সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কুলিয়া এলাকার শ্রী বিষ্ণুপদ মন্ডল এর ছেলে শ্রী মিঠুন মন্ডল (২৬) ও সুবল মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল (৪০) কলারোয়া থানার এসআই মোঃ সেকেন্দার আলী বলেন আমি সঙ্গীও অফিসার্স ফোর্স সহ কলারোয়া থানার সরকারি গাড়িযোগে দিবাকালের জরুরী অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালীন সাড়ে তিনটার সময় গোয়ালচাতর বাজারের মোড়ে অবস্থান করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলারোয়া থানাধীন ৫নং কেড়াগাছি ইউনিয়নের হরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর দুই জন লোক ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোনে অবহিত কোরিয়া সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হইলে পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দুজন লোক হাতে ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে আমি সঙ্গীয় অফিসারদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ২ জন ব্যক্তিকে ধাওয়া করি এরপর তাদের হাতে থাকা বাজারের ব্যাগে দশ বোতল ভারতীয় মদ উদ্ধার করি এবং তাদের আটক করি। আটককালে শ্রী মিঠুন মন্ডল এর কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৫ বোতল এবং প্রদীপ মণ্ডল কাছে প্লাস্টিকের বাজারের ব্যাগে ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন জানান, আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে, এবং মাদকদ্রব্য আইনে মামলার চলমান। এবং অভিযান অব্যহত থাকবে।
© Deshchitro 2024