বিএসটিআই ও উখিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উখিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিএসটিআই কক্সবাজার ও উপজেলা প্রশাসন, উখিয়ার সমন্বয়ে উখিয়া উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।


এ সময় বিএসটিআই এর পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট, ব্রেড, কেক উৎপাদন ও বাজারজাত করার অপরাধে উখিয়া উপজেলার কোটবাজারের জনপ্রিয় ব্রেড নামক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা ও একই অপরাধে উখিয়ার মিষ্টি ঘর বেকারি নামক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা সহ উভয় প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।


উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানটি পরিচালিত হয় এবং বিএসটিআই কক্সবাজারের পরিদর্শক (মেট্রোলজি) রঞ্জিত কুমার মল্লিক অভিযানটির প্রসিকিউট করেন। এতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা , বি এস টি আই কক্সবাজার শাখার কর্মকর্তা সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024