|
Date: 2022-11-26 11:49:29 |
খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী আব্দুল হাদী স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর ২নং রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শাহপুর বাজার গাজী আব্দুল হাদী চত্বরে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খান শাকুর উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খুলনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য বাবু নারায়ণ চন্দ্র চন্দ।
বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের সদস্য ও ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নাজিবুর রহমান নাজু, শ ম খলিলুর রহমান, আবু সাঈদ সরদার, এস এম সুলতান, জি এম ফারুক, ডা, দীন মোহাম্মদ খোকা, বিমল কৃষ্ণ বসাক, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোবিন্দ কুমার ঘোষ, মাসুদ রানা, অরিন্দম মল্লিক, মঞ্জুর রশিদ রনো, এস এম মেসবাহুল আলম টুটুল, সরদার মাহমুদ আলী, কাজী মেহেদী হাসান বিল্লাল, মাস্টার শহিদুল ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জিল্লুর রহমান আকুঞ্জী। দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এ ছাড়া মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সনাতন ধর্মাবলম্বী মানুষ হাজির হন।
© Deshchitro 2024