কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ হাজারের অধিক ইয়াবা উদ্ধার ও সিএনজিসহ চালক গ্রেফতার করেছে বিজিবি। 


 বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে, টেকনাফ ব্যাটালিয়ন-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন এক তথ্যের ভিত্তিতে, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। দুপুর ২ টার দিকে হোয়াইক্যং হতে মরিচ্যাগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। 


তিনি আরও জানান, সিএনজিটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সিএনজি মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়। চালকের স্বীকারোক্তিতে সিএনজি’র সামনের গ্লাসের উপরে বক্সের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৯ হাজার ৮'শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত সিএনজিও আটক করা হয়। 


ধৃত আসামীর নাম : শাহাব উদ্দীন (৩০), পিতা-আবুল খাইর, গ্রাম-হালুকিয়া, পোস্ট-মরিচ্যা পালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। 


গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত ইয়াবা এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024