ময়মনসিংহের নান্দাইলে খুররম খান চৌধুরী কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ছাত্র-ছাত্রী শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় খুররম খান চৌধুরী কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুররম খান চৌধুরী কলেজের সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র সদস্য নাসের খান চৌধুরী।


খুররম খান চৌধুরী কলেজের প্রভাষক জিয়াউদ্দিন শাহিনীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খুররম খান চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম।


এ সময় আরো বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজের বিদ্যুৎসাহী সদস্য এনামুল হক সরকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মাসুম খান,আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মনজুরুল হক হাসান, কলেজের প্রভাষক আনিসুল হক ভূঁইয়া, গাংগাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুল্লাহ ভূঁইয়া,নান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মাষ্টার,খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতন,সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।


সুধী সমাবেশে বক্তারা কলেজের শিক্ষার মান উন্নয়নে নিয়মিত প্রতিষ্ঠান মনিটরিং, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্য সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024