জুলাই আসে বিপ্লবের আহ্বান নিয়ে

চোখে ঝলমল আগুনের আভা,

হৃদয় বাঁধে প্রতিবাদের সুর,

মাটি কাঁপে, কাঁপে স্বৈরাচারের অট্টালিকা।


এই মাসে বাঁচে মানুষের স্বপ্ন,

ঘুমিয়ে থাকা সব ইচ্ছে খুঁজে পায় পথ

নির্যাতিত কণ্ঠে গর্জে ওঠে বজ্র ধ্বনি 

স্বাধীনতার চেয়ে বড় আছে কি কিছু দামি? 


জুলাই বলে, ভয় পেয়ো না তুমি,

স্বৈরাচারের বাঁধা ভাঙতে শিখো।

নির্বিকার রাত ভেঙে ফিরিয়ে আনো সমতা

আকাশে তোলো বিপ্লবের জয়ধ্বনি


এই মাস কেবল তারিখ নয়,

এ মাস আবু সাঈদ,ওয়াসিম, মুগ্ধ এবং

ছোট্ট রিয়া গোপ, সকল

শহীদদের চেতনার অমর গান।

জুলাই জাগায় প্রতিশ্রুতি নতুন,

মানুষের মুক্তি, মানবতার বিজয়


•••••• 


লেখক : রেদওয়ান ইসলাম হৃদয় 

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024