|
Date: 2024-12-13 07:58:15 |
ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "সাতভিটা মানব কল্যাণ সংঘ" -এর ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী। আগামীকাল শনিবার (১৪ই ডিসেম্বর) বাদ আসর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি জামীল আহমাদ আল জামী, খতিব, বাইতুল আউলিয়া জামে মসজিদ, সাইনবোর্ড, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি সানিম আশরাফ দোহারী, খতিব, বাইতুর রহমান এ. কে. গ্রীন সিটি জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য পেশ করবেন হাফেজ মাওলানা মাঈনুল ইসলাম বিন ইউসুফ, খতিব, সাতভিটা দারুস সালাম দোতলা জামে মসজিদ, সাতভিটা।
সাবেক সিনিয়র শিক্ষক, হযরত মাওলানা আব্দুল মজিদ -এর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করবেন পূর্বচর বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব, মাওলানা আবুল হাসান আবু বাকার। উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিমদের অংশগ্রহণ করতে অনুরোধ করেছে সংগঠনের সদস্যরা।
© Deshchitro 2024