সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটো- রিক্সা, মিশুক ও টেক্সীকার ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।বৃহস্পতিবার(১২ডিসেম্বর) বিকেলে শহরের পুরাতন বাসস্টেশনস্থ সংগঠনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের  নিকট মনোনয়নপত্র জমা দেন সভাপতি পদে ৪জন,মোঃআমির হোসেন,মোঃআসকর আলী,মোঃছুরত আলী,মোঃজামাল উদ্দিন, কার্যকরী  সভাপতি পদে ২জন,মোঃসুন্দর আলী,মোঃহারুন রশিদ,সহ-সভাপতি পদে ৪জন,মোঃমনোয়ার হোসেন,মোহাম্মদ আলী,মোঃজাকির হোসেন,মোঃজহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ২জন মোঃআল-আমিন কালা,শাহ সুমন ফারুক,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪জন।উত্তম ধর,জনি রায়,মোঃমোসাদ্দিক হোসেন, মোঃরেজাউল করিম রেজা,সাংগঠনিক সম্পাদক পদে ৩জন।মোঃআলী হোসেন,মোঃসুজন মিয়া,মোঃশাহেদ আলী,দপ্তর সম্পাদক পদে ৩জব।মোঃআব্দুল হেকিম,মোঃএরশাদ মিয়া,মোঃকবির মিয়া,কোষাধ্যক্ষ ৩জন।মোঃএরশাদ আলী,মোঃগিয়াস উদ্দিন, মোঃজসিম উদ্দিন, প্রচার সম্পাদক ৩জন। প্রচার সম্পাদক, মোঃআনোয়ার হোসেন,মোঃআব্দুল হান্নান, মোঃমিজানুর রহমান,সদস্য ১৮ জন,মোঃআব্দুস ছাত্তার,মোঃ আল -আমিন,মোঃনজরুল ইসলাম, মোঃ জুয়েল মিয়া,মোঃদিলোয়ার হোসেন, নিকু দাশ,মোঃনাজিম উদ্দিন, মোঃফরহাদ মিয়া,মোঃফয়ছল মিয়া,মোঃমাহমুদ আলী,মোঃমোজাহিদ আলী,মোঃলাল মিয়া,মোঃশহিদ  মিয়া,মোঃশাহিনুর মিয়া,মোঃসায়েম মিয়া,মোঃসালাম,সুখেন দাস,মোঃহাবিবুর রহমান।

উল্লেখ্য, আগামী ৪ জানুয়ারি রোজ শনিবার সকাল থেকে জান্নাহ কমিউনিটি সেন্টার সুনামগঞ্জ পৌরসভায়  নির্বাচনী ভোটা-ভোটি শুরু হবে। এক জন  ভোটার ১০ জন প্রার্থীকে ১০টা ভোট প্রদান করতে পারবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024