|
Date: 2024-12-14 04:23:04 |
শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আসামমুড়া গ্রামে নসর শাহ এর অনৈসলামিক ওরসের নামে ভণ্ডামির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পাথারিয়া এলাকার তাওহীদি জনতা।
শুক্রবার(১৩ডিসেম্বর) জুম্মার নামাজের পর আসামমুড়া গ্রামের মুজিবুর রহমান,সজিব আহমদ, আফরোজ আলী,কাউসার, দরগাপুর মাদ্রাসার ছাত্র হাছান মাহমুদ ও পাথারিয়া ইউনিয়নের তাবলীগ জামায়াতের আমীর মাসুক মিয়ার উদ্যোগে মাওলানা আব্দুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে পাথারিয়া ইউনিয়নের তাওহীদি জনতা।মিছিলটি বাজারের সুরমা ব্রীজ চত্বর থেকে শুরু হলে আসামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারিরা উরস বন্ধের দাবিতে জড় হলে উরসের পরিবর্তে প্যান্ডেল করে মাইক বাজিয়ে তাফসির শুরু করে। জানা যায় দীর্ঘ ১৮বছর ধরে আসামমুড়া গ্রামের রজব আলী নামের এক জনের উদ্যোগে প্রতি বছর নসর শাহ এর নামে উরসের নামে ভন্ডামি করে আসছে।প্রতি বছর স্থানীয় আলীম উলামা নিষেধ করার পরেও রজব আলী গুষ্টির প্রভাব কাটিয়ে এই উরস নামের বেহায়াপনা করে থাকত।
এই বছর আসামমুড়া গ্রামের তাওহীদি জনতার আহবায়নে পাথারিয়া ইউনিয়নের সকল তাওহীদি জনতা সাড়া দেয় এবং উরসের পরিবর্তে তাফসীরের আয়োজন করে। মাওলানা নুরুল ইসলাম খান কে প্রধান অতিথি করে তাফসিরের পোষ্টার করে এলাকাবাসী। এতে সভাপতিত্ব করেন গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি সাবেক মেম্বার মোঃছোরাব মিয়া,তাফসীরে ওয়াজ করেন মাওঃমোস্তাক আহমদ, মাওঃআনোয়ার পাশা,মাওঃএমদাদুল হক,মাওঃছলিম উল্লাহ, জুনাহিদ আহমদ, মাওঃশাহনুর,মাওঃ ক্বারী মহিবুল হক আজাদ,মাওঃ মহিবুর রহমান, মাওঃ আবুহুরায়রা,মাওঃ এহসান রেজা মুহিবি,মাওঃসোলেমান হানিফ, মাওঃযাকারিয়া আদনান, মাওঃ সহিদুর রহমান।
তাফসীরে সকল বক্তারা বলেন উরস করা বেদাত তাই উরস প্রত্যাহার করে তাফসিরের সাথে একমত পোষণ করে প্রতি বছর উরসের পরিবর্তে এখানে তাফসীর করার পরামর্শ দেন ।
© Deshchitro 2024