|
Date: 2024-12-14 04:39:43 |
যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে মাদারীপুরে শিবচরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে সড়ক ৭১ শহীদ বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন জানান শিবচর উপজেলা প্রশাসন। এরপর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম, শিবচর থানা ইনচার্জ অফিসার মোখতার হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজের নানা শ্রেণী পেশা মানুষ শহীদ বুদ্ধিজীবি স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
© Deshchitro 2024