|
Date: 2024-12-14 05:51:41 |
সিরাজগঞ্জের শাহজাদপুরে চর কৈজুরিতে দারুল উলুম মোশাররফিয়া ক্বওমিয়া মাদ্রাসার আয়োজনে শুক্রবার ১৩ ডিসেম্বর দুপুরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিশেষ দাওয়াতে আসেন বরকতময় পবিত্র ভূমি মক্কা মুকাররমার অধিবাসী হুজুর (সা:) এর ৪৩তম বংশধর আওলাদে রাসূল, সাইয়্যিদ শায়েখ নাসির বিল্লাহ আল মাক্কি। এ সময় তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লিদের উপচে পড়া ভীড় দেখা যায়। পরে তিনি মাদ্রাসা ময়দানে সকলের উদ্দ্যেশ্যে বয়ান পেশ করেন এবং হুজুরের ঈমামতিতে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। তার বয়ান ও ঈমামতিতে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত ধর্মপ্রাণ মুসুল্লিরা। পরে বিশেষ মোনাজাতে বিশ্ব উম্মা সহ সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন।
এ সময়, চর কৈজুরির দারুল উলুম মোশাররফিয়া ক্বওমিয়া মাদ্রাসার মহাপরিচালক ইঞ্জিনিয়ার মুফতি মোস্তফা কামাল হাফিজাহুল্লাহ, মাদানী মসজিদের ইমাম ও খতিব অত্র মাদ্রাসার প্রিন্সিপাল শিক্ষক ছাত্ররা সহ কয়েক এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: ঢাকা টুঙ্গির বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসুল্লিদের এতে অংশ গ্রহণের জন্য আহ্বান জানান হুজুর (সা:) এর ৪৩তম বংশধর আওলাদে রাসূল, সাইয়্যিদ শায়েখ নাসির বিল্লাহ আল মাক্কি।
© Deshchitro 2024