রংপুরের পীরগাছা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী এবং জাতির মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে শহিদ বুদ্ধজীবী দিবস উপলক্ষ্যে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কলেজ শহিদ মিনার চত্ত্বরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



এসময় উপস্থিত ছিলেন কলেজ প্রভাষক মনজুরুল আলম বিপু, হাবিবুর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোফাচ্ছেরুল ইসলাম মিলন, কলেজ ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহাগ, আমিনুল ইসলাম অর্পণ, আশিকুর রহমান জিহাদ, আশিক, মোনায়েম ইসলাম, লিমন, মুরসালিন, কাজী আরিফ, আরিফুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান শান্ত, সিনিয়র সহসভাপতি রাশেদ বাবু, ছাত্রদল নেতা কানন মিয়া প্রমুখ। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024