ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৪লাখ ৯০হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়েছে। এঘটনার সাথে জড়িত সন্দেহে দুই শিশুসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের সিলভার পট্টিতে জাল টাকা বিনিময় কালে শিশুকে জনতা আটকে পুলিশে সোপর্দ করে। 

জানা যায়, পৌর শহরের সিভার পট্টির লতিফ মিয়ার মনোহারী দোকান থেকে দুই শিশু গুড় ও সাবান কিনে ১ হাজার টাকার নোট দেয়। ব্যাবসায়ীর নোটটি দেখে সন্দেহ হয়। পাশের দোকানের সুপারি ব্যবসায়ী সাইফুলকে নোটটি দেখালে তিনি জাল টাকা বলে ধারণা করেন। এসময় জনতা দুই শিশুর দেহ তল্লাশি করে ৯০ হাজার টাকা পেয়ে পুলিশকে খবর দেয়। 

  পরে পুলিশ অভিযান চালিয়ে বৃদেবস্থান গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে ২৪টি ১হাজার টাকা নোটের বা-েল, জাল টাকা তৈরির ২০ রিম কাগজ, ২ বোতল কেমিক্যাল, ২রোল টাকা তৈরির সুতা উদ্ধার করে। এসময় বৃদেবস্থান গ্রামের মৃত আক্কাস আলির পুত্র আবুল কাশেম (৭০) ও তার দু কন্যার নাতি গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের বাহাদুরের পুত্র পাপ্পু ওরফে স¤্রাট (৯) ও কুমিল্লা জেলার আবু কাউসারের পুত্র হাসান ওরফে জয় (১১) কে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটককৃত কাশেমের আর এক  মেয়ের জামাই কেন্দুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সেলিম জাল টাকা তৈরির মূল হোতা। ইতোপুর্বে সেলিম একাধিকবার জাল টাকাসহ আটক হয়।

ওসি মোস্তাছিনুর রহমান জানান, দুই শিশু সহ নানাকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।  


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024