লাল-সবুজের একটি পতাকার জন্য 

নিজের পরোয়া না করে 

জীবন দিলো লাখো বাঙালি। 

মাতৃভূমি, মা-বোনের সম্মান রক্ষায় 

বুক উঁচু করে এগিয়ে গেলো 

ঘাতকের বুলেট লুফে নিতে। 

ডর-ভয়, লাজ-লজ্জা, কিংবা 

ছিলনা কোন পিছুটান ও হারানোর কষ্ট 

শুধু ছিল দেশের জন্য অপরিসীম ভালোবাসা। 

দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রতিহিংসার পরে 

পূব আকাশে দেখা দিলো এক সুদৃঢ় আলো 

যেই আলো ফিরিয়ে দিলো বাঙালির বিজয়। 




নামঃ ইমরান খান রাজ 

প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার - ঢাকা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024