|
Date: 2022-11-26 17:42:54 |
বিজয় মানে আমার চোখে স্বাধীন একটি দেশ
বিজয় মানে দেশপ্রেম আর ভালোবাসা অশেষ!
বিজয় এলো খোকা-খুকির খুশির কারণ হয়ে,
বিজয় এলো বাংলাদেশে স্বাধীন বার্তা লয়ে!
এই বিজয় আনতে গিয়ে ঝড়লো কত প্রাণ,
কত মা-বোন দিল বিসর্জন তাদের সম্মান।
পুড়লো শহর, পুড়লো নগর আর শত সাধনার পরে-
বিজয় এলো বীর শহীদদের স্মৃতির মিনার হয়ে!
১৬ই ডিসেম্বর একটি দিন শান্তির বলাকা
বিজয় মোদের এনে দিল স্বাধীন পতাকা!
বিজয় তুমি মায়ের খুশি অন্ধকারের আলো!
বিজয় তুমি দুঃখির সুখ মন্দের পরে ভালো!
বিজয় তুমি বিশ্বের বুকে স্বাধীন স্লোগান
বাঙালির প্রাণে বিজয় তুমি সত্যিই মহিয়ান!
শ্রদ্ধা জানাই ৭১এ দিয়েছে যারা প্রাণ
বাংলার বুকে বিজয় থাক চিরকাল অম্লান!
গৌরনদী, বরিশাল, বাংলাদেশ।
© Deshchitro 2024