রোববার (১৫ ডিসেম্বর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সাতক্ষীরা গ্রামাঞ্চলের চায়ের দোকান রাত ১০টার পর বন্ধের নির্দেশ দিয়েছেন। 


জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আকাশ।


তিনি জানান, রাত ১০টার পর বন্ধ চায়ের দোকানে ক্যারাম খেলা, টিভি দেখা, তাস খেলা সম্পূর্ণ নিষিদ্ধ । এর ফলে গ্রামীণ জনগণ পরিবারকে সময় দিতে পারবে। এতে করে পারিবারিক সমস্যা মিটবে এবং ছাত্রছাত্রীরা পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে।


তিনি আরও জানান, এ বিষয়ে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024